ঘটনা – ১ - বিমানবন্দর রেল স্টেশনে কমলাপুর যাওযার জন্য লাইনে দাঁড়িয়ে আছি সবাই। এক মহিলা পরিচ্ছন্নতাকর্মী ঝাড়ু দেয়া শুর করল। এক লোক বলল, এখন সবাই দাঁড়িয়ে আছে, এখন কেন ঝাড়ু দিচ্ছেন? মহিলা ত্যাড়া ভাবে জবাব দিল, এতক্ষণ সুযোগ পাইনি (সম্ভবত গাড়ী পার্কিং এর কারণে), এখনই ঝাড়ু দিতে হবে। ঐ লোক আবারও মহিলাকে কিছু বলতে লাগল। মহিলা এবার বলল, ‘ছাগলডা কয় কী?’ সবাই ঐ লোকরে থামাল, ভাই এদের সাথে এসব বলে নিজের ইজ্জত খোয়ানোর দরকার নেই…
ঘটনা – ২ – ‘রাইদা’ বাসে উত্তরা যাচ্ছি এক কাজে। এক বয়স্ক ভদ্রলোকের সাথে কন্ডাক্টরের ঝগড়া বাধল ভাড়া নিয়ে। ভদ্র(!)লোক ১০ টাকা দিবে না, কন্ডাক্টর বার বার বলছে দিয়ে দিতে। নিজেকে ওভারস্মার্ট ভাবা ভদ্রলোক কন্ডাক্টরকে (তরুণ) গালি দিচ্ছে, হুমকি দিচ্ছে, নীচে নামিয়ে মারবে, পুলিশে দিবে বলছে। এসব পরিস্থিতিতে অন্য যাত্রীরা বয়স্ক লোকের পাশে থাকার কথা। কিন্তু তেনার মুখের ভাষা বা আমার মত ‘সব ইগনোর’ করা টাইপ যাত্রী বেশী থাকার কারণে কেউ কিছু বলল না। লোকটি নামার সময়ও তর্ক করতে করতে এক পর্যায়ে কন্ডাক্টরের কলার ধরল আর সাথে সাথে কন্ডাক্টরও লোকটির কলার ধরল। এবারও যাত্রীরা কন্ডাক্টরকে মারার বদলে ঐ যাত্রীকে ঝাড়ি দিল বাড়াবাড়ি করার জন্য। শেষমেষ লোকটির কলার ধরা অবস্থায় গাড়ি থেকে অন্যরা জোর করে নামিয়ে দিল…
ঘটনা – ৩ – গুলিস্তানে নারায়ণগঞ্জগামী বাসের জন্য বিশাল লম্বা লাইন। কারণ, বাসগুলো জিরো পয়েন্ট ঘুরে আসতে পারছিল না জ্যামের কারণে। ৪/৫ বাসের যাত্রী লাইনে দাঁড়িয়ে। একটা বাস আসতেই সবাই লাইন ধরে উঠছে। এর মধ্যে এক কোট পরা ভদ্রলোক সাইড দিয়ে উঠতে যাচ্ছে। সুপারভাইজার অনেকবার তেনাকে সর্তক করল এভাবে না উঠার জন্য। কিন্তু তিনি লাইনের পেছনে যাবেন না। দাঁড়িয়ে রইলেন। পরের বাসে আবারও তিনি সাইড দিয়ে চেষ্টা করলেন বাসে উঠার জন্য। সুপারভাইজার এবার তেনাকে চিৎকার করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, বলল, অনেক সম্মান করেছি নিজের সম্মান রাখলেন না…
আমাদের সমাজে কিছু লোক আছে সব পরিবেশে সব পরিস্থিতিতে ’দাদা’ হতে চায়। ছোটখাটো বিষয় নিয়ে প্রতিবাদী হতে চায়। সমাজে দিন দিন খারাপ লোকের সংখ্যা বাড়ছে। একটা সময় রিক্সাওয়ালাদের মানুষ ধমক দিত, কিন্তু এখন এদের ধমক দিলে পাল্টা জবাব শুনতে হয়। তাছাড়া কিছু একটা হলেই এদের (রিক্সা/সিএনজি) গ্যাং চলে আসে। যে দেশের পুরো সিস্টেমেই গলদ, অনিয়মই নিয়ম। সেখানে কিছু বিষয়ে না দেখার ভান করে এড়িয়ে চলা উচিত। কারণ, মধ্যবিত্তের কাছে নিজের সম্মান আগে…