
১. যে গান নিয়ে বাংলাদেশের সবাই এখন মাতোয়ারা হয়ে আছে, সেই গান একটা শিরকি (আল্লাহর সাথে শিরক করা) গান। প্রথম আলোতে গানটার যে অর্থ দেয়া হয়েছে তা হলো -
২. ‘ও লাল মেরি, পাট রাখিওবালা, ঝুলেলালান/ সিন্দরি দা, সেহওয়ান দা, সাখি শাহবাজ কালান্দার। দামা দাম মাস্ত কালান্দার/ আলী দা পেহলা নাম্বার’। এর অর্থ হলো ‘হে আমার লাল, আমাকে সর্বদা রক্ষা করো, ঝুলেলাল। সিন্ধ ও সেহওয়ানের বন্ধু, প্রিয়জন শাহবাজ কালান্দার। প্রতি শ্বাসে, প্রতি মুহূর্তে—কালান্দার মহান। সবার আগে আলী (রা.)।’ এ ছাড়া গানে আছে ‘হার দম পীড়া তেরে খের হোভে/ নাম-এ-আলী বেদা পার লাগা ঝুলে লালান’, যার অর্থ ‘হে পীর, তোমার নাম সর্বদা কল্যাণে ভরা থাকুক। আলী (রা.)-এর নামে, আমার নৌকাকে তীরে পৌঁছে দাও, প্রিয় ঝুলেলাল।’
৩. এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে, পীরের কাছে সর্বদা রক্ষা করার জন্য চাওয়া হচ্ছে। অথচ পীর নিজেই নিজের আমল নিয়ে কতটুকু হিসেব দিতে পারবে সেটা কেউ জানি না। আবার হযরত আলী (রাঃ)-কে শ্রদ্ধা জানানো হয়েছে যা মূলত শিয়া সম্প্রদায়রা করে থাকে। অথচ আমরা জানি, মহানবী (সাঃ) এর কাছেও কিছু চাওয়া যাবে না, সেখানে আলী (রাঃ) তো আরো পরে...
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


