রমাদান মানে শধু সকাল-সন্ধ্যা অন্ন পরিহার নয়। রমযান হচ্ছে সব হারাম ও মন্দ কাজ বর্জন করা।
"যে ব্যাক্তি চোখের জ্বিনা করল, তার চোখের রোজা বিনষ্ট হলো, যে মিথ্যা বল্ল তার জ্বিহবার রোজা নষ্ট হলো, যে হাত দিয়ে মন্দ কাজ করলো, তার হাতের রোজা বিনষ্ট হলো।" - আল হাদীস।
নিশ্চয়ই শয়তান মানুষের মনে কুমন্ত্রনা দেয়, সে তোমাদের প্রকাশ্য শত্রু। - আল কুরআন।
ইউসূফ (আ
"অনেক নিদর্শন (মহিমা) রয়েছে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না।" (যদি করত, তাহলে আল্লহই তাদেরকে পাপ হতে রক্ষা করতেন) (আল কুরআন, সূরা ইউসূফ, আয়াত: ১০৫)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




