ভাস্বরী হে,
তুমি যখন আমার শ্যাওলা ধরা
হৃদয় উঠানে প্রথম পা রেখেছিলে
তখন পৃথিবী জুড়ে নিকষ মধ্যরাত।
ঐতো,আমার স্পষ্ট মনে পড়ে
তখনও হাসনাহেনার গন্ধ শুকোয় নি,
সুপুরী গাছের আগায় আগন্তুক পাখিটা
সাময়িক কোলাহলে আড়মোড়া ভাঙ্গলো।
কাল আকাশটা জুড়ে থোকা থোকা অন্ধকার।
মানুষগুলো পেশাদার ব্যস্ততা রেখে
স্বপ্নডুবুরী হবার প্রাণপন প্রচেষ্টায় মগ্ন।
ভাস্বরী,সেই জাগতিক নিখাদ রাতে
মুঠো মুঠো নিঃস্বীম বোকাটে শুণ্যতা
আর নিঃসঙ্গ কয়েকখানি তারার মাঝে
আমি জেগেছিলাম তোমার প্রতিক্ষায়।