আমি নতুন ব্লগার।আমি ভালোবাসি কবিতা,মুক্তচিন্তা যা মানুষকে প্রাতিস্ঠানিক শিক্ষাব্যাবস্হা কখনো শেখাতে পারেনি।তানাহলে আর্টকলেজ থেকে প্রতিবছর প্রচুর আর্টিস্ট,আর বাংলা বিভাগ থেকে বছর বছর প্রচুর কবি বের হতো।
মানলাম শিক্ষা অনেক গুরুত্ব বহন করে ।কিন্তু লাল নীল সার্টিফিকেট অর্জন অনেককেই করতে দেখি,প্রকৃতপক্ষে তাদের চাইতে অশিক্ষিত আচরণ একজন প্রান্তিক মানুষও করে না,তাদের বিষয়টা হলো তারা জানে তারা সার্টিফিকেটধারী তারা বলতে পারে যা খুশী তা।
অথচ একজন কৃষকের বাড়ী গিয়ে আমি সমাদৃত হই যা শিক্ষারও উর্ধ্বে।স্বশিক্ষাই সুশিক্ষা।কারণ মুল বিষয়গুলো নিজে নিজেই অর্জন করতে হয়।
আসলে মানুষ প্রকৃতিগতভাবেই বুদ্ধিগ্য়ান সম্পন্ন,নগরায়নের সুবিধার এ শিক্ষা আমাদের ভুলভাল শেখায় যা আমাদের প্রতিযোগিতা ছাড়া শেখায়নি কিছুই।মানুষ সার্টিফিকেট পায় অথচ তার কোনো প্রতিফলন দেখি না,মানুষের মনুষ্যত্বটুকুও এ শিক্ষা কেড়ে নিচ্ছে।
যাহোক,অপ্রাসংগিক অনেক কিছুই বললাম।সকলে ভালো থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




