শুধু রাজনীতির দোষ দিয়ে লাভ নেই! এই দেশে অর্থ দিয়ে ম্যানেজ হয় অনেক বড় বড় সরকারী আমলা, কর্মকর্তা, কর্মচারী ; অর্থ দিয়ে ম্যানেজ হয় অনেক বড়-ছোট পুলিশ অফিসার; অর্থ দিয়ে ম্যানেজ হয় জেলার; অর্থ দিয়ে ম্যানেজ হয় বড় বড় সাংবাদিক; অর্থ দিয়ে ম্যানেজ হয় অনেক অধিদপ্তর, মন্ত্রণালয়; অর্থ, পদ,পদবী দিয়ে ম্যানেজ হয় নামী-দামী ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক। কাজেই এক সাহেদ ধরা পড়লেও শত শত সাহেদ এখনও ধরা ছোঁয়ার বাইরে। তারা সবাই জানে তারা নিজেদের ভোগ বিলাসের নিমিত্তে যেভাবে যত অর্থই লিটেপুটে নিক; দেশ, প্রশাসন, রাষ্ট্র একটা সিস্টেম, এগুলো আলটিমেটলি রান করে এগিয়ে যাবে!! কেবল তাদের লুটপাট দূর্নীতির জন্য হয়তো সাধারণ আমজনতাকে কিছু ভোগান্তিতে পড়তে হবে এই যা!! যদিও আমজনতার ভোগান্তি মানেই মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর খেটে খাওয়া গরীব মানুষের ভোগান্তি!!! অর্থ বিত্তশালীদের কাছে এই সব লুটপাট দূর্নীতির ভোগান্তি মানেই কচু পাতার পানি!! শরীরের উপরে পড়লেও কোন প্রভাব পড়ে না। গা ঝাড়া দিয়ে দাঁড়ালেই সব শেষ!!

সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




