মাঝে মাঝে এই মনটা করে উঠে আনচান
না পাওয়ার বেদনায় ভরে থাকে সারা দিন ও মান
তবু বৃথা চেষ্টা করি তাকে পাবার
যে আমার নয়,,তবু তাকে ভাবি শুধুই আমার।।
মনটা আজ হয়ে আছে বিক্ষিপ্ত
অনিশ্চিয়তার ভয়ে কুকড়ে গেছে মন
সবই কি ছিলো তবে মিছে
বুঝতে পারিনি কেনো আমি তা ।।
তোমাকে কাছে পাবোনা জানি
পাবোনা করে শুধুই আমার
তবু করি প্রতিক্ষা তোমার,
মনটাকে বোঝাতে পারি না কিছুতেই
ব্যাথায় কেঁদে যায় সে সারাক্ষন ।।
তোমাকে শুধু ভালোবাসতেই পারবো
এই টুকু দিলে অধীকার,
তোমার হাত ধরে শ্রাবনের জলধারায় ভেজার বা
পূর্ণিমার আলোয় নিজেকে উজার করে
তোমাকে সর্মপণের দিলে না অধীকার ।।
এ কেমন ভালোবাসা তোমার
মন চাইবে আর তুমি গুটিয়ে যাবে
সমাজ সংসারের ভয়ে হয়ে যাবে পিছ'পা
তাহলে, কেনইবা কাছে আসা
কেনইবা এই ভালোবাসার অভিনয়
তাহলে কি তুমি একদিন চলে যাবে বহুদূরে
আমায় নিঃস্ব করে কবর দিয়ে আমার ভালোবাসাকে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




