হ-য-ব-র-ল........ এর জীবনটাই এমন!!!!
.................................
কখনো ইমোশনাল, কখনো কবি,
কখনো কল্পনায় আঁকে সে ছবি,
কখনো ছায়া মানব, কখনো বোকা
কখনো বিজ্ঞ, কখনো ছোট্ট খোকা।
কখনো নিশি জাগা পাখি , ভাবে আনমনে
কখনো অন্যের ব্যাথায় ব্যাথিত হয় ক্ষনে ক্ষনে।
কখনো অজান্তে করে যায় ভুল
অন্যকে কষ্ট দিতেও নাই তার তুল।
কখনো হাদারাম কখনো বা গাধা
যদিও সে ভাবে তার মনটা সাদা।।
হ-য-ব-র-ল ছদ্ম নামটি তাই সে তুলে নিল
কারণ তার জীবটাই এলোমেলো।।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৮ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



