ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই।এতো দিনে আমরা সবাই মোটামুটি বুঝে গেছি, "ডিজিটাল বাংলাদেশ" সরকারের একটি ছেলে ভোলানো গল্প ছাড়া আর কিছু নয়।
যদি সত্যি ডিজিটাল বাংলাদেশ গড়ার সদিচ্ছা থাকে তাহলে আগে এই কাজ গুলো করুন, তাহলে বুঝবো আপনাদের দ্বারা ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব।
১.বিদ্যুৎ সমস্যা সমাধান করা।
২.ইন্টারনেট সহজলভ্য করা/স্প্রীড বাড়ানো ।
৩.পেপল অ্যাকাউন্ট চালু করা।
৪.প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও আমলাদের জন্য প্রতিদিন ১ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা বাধ্যতামুলক করা।
(বাকী যা করার ধীরে ধীরে করলেও চলবে। ৪ নং বিষয়টা হাস্যকর মনে হতে পারে কিন্তু এটা সর্বপ্রথম দরকার )
....তাহলে দেখবেন দেশ দ্রুত ডিজিটাল হয়ে যাচ্ছে। আর নয়তো যতই "ডিজিটাল বাংলাদেশ" আর "দিন বদলের" কথা বলেন না কেন দেশের চেহারা মোটেই বদলাবেনা।
আগে নিজেরা ডিজিটাল হোন তাহলে দেশও ডিজিটাল হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




