অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত!
গত ১১/০১/২০০৯ তারিখে কতগুলো প্রগতিশীল সংগঠন,
সামাজ্র্যবাদী আমেরিকার পা-চাটা মুনাফীলোভী দালাল ইসরাইল প্যালেস্টাইন দের উপর যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধেপ্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল। (দু:খিত স,ময় মত খবর টা না দিতে পারায়, তারপর ও এখন এই তথ্যটা দিলাম যাতে আরো অনেকে তাদের মত এই গনহত্যার প্রতিবাদ জানায়।)
তাদের মধ্যে ছিলেন- গণমুক্তির গানের দল, সংস্কৃতির নয়া সেতু, ল্যাম্পপোস্ট, ছাত্র ফেডারেশন, প্রপদ, গনতান্ত্রিক বিপ্লবী পার্টি।
তাদের নিজেদের মধ্যে মতাদর্শিক দ্বন্ধ থাকা সত্বেও মানবতার খাতিরে এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ যে ন্যায়সঙ্গত- এই যে মাও এর শিক্ষা, সেই কর্তব্যবোধ থেকে তাদের এটা করা ।
আমাদের সকলেরই ধর্ম- বর্ণ - নির্বিশেষে সকল কে নিয়েএসকল গণহত্যার বিরুদ্ধে বিপ্লবী প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দুনিয়ার সর্বহারা এক হও!
পুজিঁবাদ, সামাজ্র্যবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন!
সামাজ্র্যবাদ নিপাত যাক!!
ধংস হোক!!
//আজকে বাংলাদেশ সাপ্তাহিক এ গাজার উপরে একটা আর্টিকেল পড়তে পাড়বেন ৬৯ পৃ (হুগো শ্যাভেজ)
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





