আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, তখন যারা নতুন ইসলাম গ্রহণ করত, নব্যমুসলিমের উপর যতই নির্যাতন করুক তারা ইসলাম ত্যাগ করে না। জান দিয়ে দিবে, তবুও ইসলাম ত্যাগ করবে না।
আজকে আমাদের বাঙালিদের দশা হয়েছে সেই রকম। জনগন ১ বার বিএনপিকে ভোট দেয়। নাহ। বিএনপি ভাল না। আবার আওয়ামী কে ভোট দেয়। নাহ আওয়ামী ভাল না। আবার বিএনপিকে ভোট দেয় আবার আওয়ামীকে ভোট দেয়।
প্রতিটা বাঙালি, একেকটা বাঙালির মরার সময় আযরাইল এসে নাকের ডগায় বসে যদি কয় : মরার সময় একবার ক আওয়ামী বিএনপি ছাড়া অন্য কথা। মরনেওয়ালা আযারাইলরে কইবো : আপনি বিএনপি, না আওয়ামী?
সেই ইসলামের ইতিহাসের মত মরার সময়ও বাঙালি বিএনপি আওয়ামী ছাড়তে পারবো না।
আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমরা বর্তমান বাংলাদেশ অতিবাহিত করলাম। কিন্তু চিন্তা করছি আমার নাতীর নাতী, মানে ৬ষ্ঠতম গোষ্ঠির কথা। তারা কিভাবে অতিবাহিত করবে তখনকার বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




