
ফটোটা দেখুন। পুলিশ একজনকে মারছে। ফটোটা দেখে আপনার কি মনে হচ্ছে? পুলিশ কি ঠিক কাজ করছে?
আমারদেশ পত্রিকার একটি সংবাদ - চার বিশিষ্ট রাজনীতিকের প্রতিবাদ : বিরোধীদলীয় চিফ হুইফের ওপর নির্মম হামলা ক্ষমার অযোগ্য (ডা. বদরুদ্দোজা, ড. কামাল, কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব)
সামহ্যোয়ারের সদস্যদের নিকট আমার প্রশ্ন হচ্ছে হরতালে পুলিশের এমন এ্যকশন কি আপনারা সমর্থন করেন? অনেকে আছেন হরতালের পক্ষে, অনেকে বিপক্ষে। স্বাভাবিক যারা বিএম্পি করেন তারা হরতালের পক্ষে এবং পুলিশি এ্যকশনের বিপক্ষে, যারা আম্লিগ করেন তারা হরতালের বিপক্ষে ও পুলিশি এ্যকশনের পক্ষে।
নিম্নে আমি কিছু কথা লিখবো এডিট-এর মাধ্যমে, এখন বলবো না। আপনাদের উত্তরের ভিত্তিতে লিখবো।
১.
২.
৩.
৪.
৫.
প্রশ্নটা আবারও বলছি : হরতালে পুলিশের এমন এ্যকশন কি আপনারা সমর্থন করেন?
এডিট :- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
৬৭ বার পঠিত। মাত্র ২টি উত্তর। তাও নিরপেক্ষ উত্তর। ধীরে ধীরে লেখাটি প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতায় চলে যাচ্ছে। সে জন্য এডিট করে দেই।
যারা হরতালের দিনের পুলিশের এ্যকশন সমর্থন করেন না তাদের নিকট প্রশ্ন -
হরতাল চলছে। হাজার হাজার পিকেটার রাস্তায়। তারা তাদের ইচ্ছেমত গাড়ি ভাংছে। সাইনবোর্ড ভাংছে। বিল্ডিয়ের গ্লাস ভাংছে। যা ইচ্ছা তাই করছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারা কোনো এ্যকশনে যাচ্ছে না। মাইক দিয়ে শুধু অনুরোধ করছে। সম্মানিত জনগন। আপনারা প্লিজ গাড়িতে আগুন দিবেন না। ভাঙচুর করবেন না।
- যদি এমন হয় তাহলে হরতালের দিনে আর কি কি ডেঞ্জারাস কিছু হতে পারে?
আবারো ভেবে দেখুন, হরতালের দিনে পুলিশের এ্যকশন কি উচিৎ, নাকি অনুচিৎ?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



