MDG বিষয়ে বিশেষজ্ঞ আমাদের দেশের বরেন্য ১০১ জন যাচ্ছেন নেতা জাতি সঙঘে যাচ্ছেন । শুধু দেশকে উন্নয়নের জোয়ড়ে ভাসায়া দিলেই তো আর হবে না, বিশ্ব শান্তিতে ও তো হালকা অবদান রাখা দরকার। তাই জাতি সংঘর বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রির সাথে যাচ্ছেন উনারা।
এক ভাই জানালেন পালে আছেন এরাও..
১। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান (কাম খান কি??)
২। টঙ্গী পৌরসভার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ (কাম খান কি??)
৩। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা (নামেই যার পরিচয়)
৪। সহ-সম্পাদক আকতার হোসেন (লিপিস্টিক লাগিয়ে ঘুরবেন নিউইয়কের রাস্তায় আর মলে)
৫। আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, আনোয়ার হোসেন। (মারামারীর জন্য বোধহয়)
৬। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদ, মোহাম্মদ শাজাহান (২৮ শে অক্টোবরে মারামারীতে এই লোক বিশেষ পারফরমেন্স শো করেছিলেন।
৭। জনকণ্ঠের
৮। কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা। (উনারা বারাক ওবামাকে কবিতা শুনিয়ে দেশের জন্য টাকা নিয়ে আসবেন। অবশ্য ইতিমধ্য উনারা ১৩ লাখ টাকা সাশ্রয় করে ফেলেছেন। Click This Link)
৯। ইত্তেফাকের বার্তা সম্পাদক মোহাম্মদ খালিদ,যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার সোহেল হায়দার চৌধুরী, যুগান্তরের সিনিয়র ফটোসাংবাদিক এসএম গোর্কী, রেডিও টুডের সিনিয়র রিপোর্টার শরিফ মুজিব সহ প্রায় ২০ জন সাংবাদিক।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. সামাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





