একদল আরেক দলেরে সমানে শিক্ষা দিতাছে, আরেক দল ব্যাপক শিক্ষা অজর্ন করতাছে। যে যেমনে পারতছে একে অন্যের বিচার করতাছে। যেহেতু এরা দুইদলেই আমাদের ব্যাপক উন্নয়নের তরে আকামে ব্যস্ত তাই বলতে চাই বিচার্-সুবিচার কিংবা অবিচার যাই হোক, জনসার্থে করা সব আচারই প্রয়োজন। তবে নানা সমস্যায় জর্জরিত অবস্থায় আমরা যারা খুড়িয়ে খুড়িয়ে জীবন অতিবাহিত করে চলেছি তাদের স্বার্থ উপেক্ষা করে শুধু মাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করতে চালাতে থাকা সকল বিচার-আচার নিতান্তই অত্যাচার। কেননা এই জনতার কাতারেই আছেন ইভটিজিং এর কবলে আত্নহননকারী মেয়ের অভিভাবক। এ কাতারেই আছেন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে সন্ত্রাসের শিকার ছাত্রের মা। সেই সাথে আছেন উশৃংখল ছাত্রের হাতে লাঞ্ছিত শিক্ষক, আছে অভাবে তাড়িত গার্মেন্টস শ্রমিকসহ অনেকেই। যারা সবাই হয়তো বিচারের চেয়ে তাদের সমস্যার প্রতিকারকেই মূখ্য মনে করছে।
দেশ পরিচালনার দায়িত্বে থাকা যে কোন সরকারেরই দায়িত্বশীলতার সাথে তা সম্পাদন করার কথা। যখন সে সরকারের অতিবাহিত সময়ে যানজট, গ্যাস-বিদ্যুতের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের উর্ধগতি, দলীয় লোকের সন্ত্রাসী কার্যক্রমসহ মানুষের মৌলিক চাহিদা সংশ্লিষ্ট নানা সমস্যার মাঝে সরকারেরই উচ্চপদে অবস্থান করে কথায় কথায় অতীতে ঘটে যাওয়া কিংবা ভবিষ্যতে ঘটবে এমন সব অপরাধের বিচার কাজকেই তাদের মূলকাজ মনে করা, আর তা নিয়ে কালক্ষেপন করা চলমান সমস্যার সমাধানে কতটুকু জরুরী তা বোঝা দুস্কর। আবার সেই সাথে বিরোধী দলেরও দায়িত্ব গঠনমুলক সমালোচনায় সরকারের দুর্বলতা ধরায়া দেয়া, তা বাদ দিয়া ঈদের আগে এই রকম একটা আকাম খুব ভালা না। পারলে একটু বুঝার চেষ্ঠা কইরেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





