তোমার পৃথিবী ভীষণ রঙ্গিন,
আর আমারটা??
দু রঙ্গা...
তুমি আর আমি।
তোমার পৃথিবীতে বৈচিত্র্যের হাতছানি
আর আমার আছে ঘোর লাগানো একঘেয়েমি...,
তুমি আমায় তোমার পৃথিবীর গল্প শোনাও,
কথায় কথায় দুষ্টুমিতে মন কেড়ে নাও।
কি ভীষণ ভাললাগা নিয়ে তুমি বলো 'বৃষ্টি'
আর আমি মনে মনে বলি 'তুমি'...
তুমি বল 'চাঁদ',
আর আমি বলি 'তুমি'।
তাই ভয় হয়,
তাই আড়ালে থাকি...
পাছে আমার তুমিময়তা তোমায় বিরক্ত করে,
পাছে এটুকুও হারাই......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



