বিডিআর সদস্যরা আমাদের সীমান্তের অতন্দ্র প্রহরী। তারা যে তাদের দায়িত্ব ঠিক মত পালন করে যাচ্ছে তার প্রমান আমরা এখনও বাইরের শক্তি দারা আক্রান্ত নই। অপরদিকে আমরা দেখি আমাদের সেনাবাহিনী, যারা কি দায়িত্ত পালন করেন তা শুধু তারাই জানেন।
দেশের এত ইন্টেলিজেন্স এবং আর্মি থাকার পরেও দেশ জঙ্গি তে ভরপুর।
কিন্তু বিডিআর এর সদস্যরা দায়িত্ত ঠিক মত পালন করে। অথচ তারাই তাদের ন্যয্য পাওনা থেকে বঞ্চিত। এরাই কিন্তু অপারেশন ডাল ভাত এর মাধ্যমে সাধারন মানুষ কে কম দামে ভাত খাইয়েছেন। আর এদের পরিবার দিন কাটিয়েছে কষ্টে।
আমি এদের প্রতি সহমরমিতা জানাই.......এবং সরকারের কাছে দাবি যেন এদের প্রতি মানবিক নজর দেয়া হয়.........কারন ওরা যা করেছে এটা ছাড়া ওদের কিছু করা ছিল না............
আমদের এটাও দেখতে হবে যে আগে ওদের সহকরমি কে হত্যা করা হয়েছে বলেই ওরা অস্ত্র হাতে নিয়েছে.......
আর্মি কে যে পরিমান সুবিধা দেয়া হয়, বিডিআর তার থেকে বেশি পাওয়ার হকদার বলে আমি মনে করি................
তারপরেও সাধারন মানুষের জানমালের ক্ষতি মেনে নেয়া যায় না।ীভাবে কোনো সমাধান হয় না। তাই বিডি আর এর সদস্য দের সংযত হতে অনুরধ করি..........
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



