আমি গতকাল ১১ টায় বাহিরে গিয়েছিলাম ওষুধ কিনতে। ফেরার সময় লিফট এ উঠলাম। লিফট ১ তলা পার করতেই থেমে গেল। বুঝলাম বিদ্যুত গেল। অপেক্ষায় রইলাম জেনারেটর এর। কারন আমার ধারনা ছিল যে গার্ড আমাকে দেখেছে লিফট এ উঠতে।
৫ মিনিট জাবার পর বুঝলাম আমি ভুল ভাবছি।
মোবাইল বের করলাম। নেটওয়ারক নাই। ইমারজেন্সি বেল চাপলাম। সেটাও কাজ করে না।
এক মহিলা গেল সিড়ি দিয়ে। আমি দরজার ফাকা দিয়ে দেখে ডাকলাম। উনি দাড়ালেন শুনলেন এবং চলে গেলেন। আবার অপক্ষা। ১০ মিনিট জাবার পর বুঝলাম ওনার অত সময় নাই গার্ড কে জানানর।
এবার দরজা জোরে জোরে ধাক্কা দিলাম। কেউ শুনেনা।
এবার মোবাইল এ গেমস খেলা শুরু করলাম, কারন আমার আর বুঝতে বাকি নাই যে আমাকে বিদ্দুত আসা পর্যন্ত ওখানে থাকতে হবে।
তবে ৪৫ মিনিটের মাথায় আমাদের আরেক গার্ড সিড়ি দিয়ে উপরে যাচ্ছিল। তাকে ডেকে বললাম। সে পরে আমাকে উদ্ধার করে। বের হয়ে জানলাম, আমার ফোন বন্ধ পেয়ে আমার বোন তাকে ফোন করে আমাকে একটা খবর দিতে বলেছিল বলে সে উপরে যাচ্ছিল।
=)) =)) =)) =)) =)) =)) =)) =))

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



