মাহবুব রোকন
সুন্দরের আজান: আমাদের চিরচেনা
খানা ও খণার সাথে মিশে যাওয়া
হাওয়ার
আহ্লাদ
এভাবে জন্মেছি বলে মন ও মুসলিম জুড়ে
পুড়ে
গেছে
অন্যসব অশুভ আছর
এই দেহ
মনঃপ্রাণ
হাড়ভাঙ্গা ঘর ও শহর
#
ইদানীং বেশি করে-মনে পড়ে
ক্ষুধামন্দা আনন্দহীন
যতোসব মানুষের পেট..।
আমাকে দ্যাখে আকাশও হাসে
-হাসে আজানির আহ্বান ধ্বনি
-হাওয়া বা হাওড়ার পানি
-জন্মগ্লানী অগ্লান্তির বেয়াড়া ক্লাইমেট।
#
মাছ ও মানুষ দ্যাখে যার মনে সমুদ্র আসে
-জন্মবীজ রুয়েছি দ্যাখি অজানা উল্লাসে
মহেশখালী: অফিস
২৩ ডিসেম্বর ২০১২
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




