আবার ইনজুরিতে মাশরাফি! মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সে হেল্থ ইন্সুরেন্স পাইছে!
ক্যাপটেন হয়েও শেষ ওভারে বলিং করার চাপ নিতে চায় না, অন্য সব জুনিয়র বলারদের ঘাড়ে সেটা চাপায় দেয় যাতে দোষ তাদের দেওয়া যায়। টেস্টেতো ব্যাটা কোনদিন চারের বেশি উইকেটই পাইল না। আরও দেখছি ঐ ব্যটা যখন একটু ভাল খেলে তখন খুড়ায় চলার ভান করে, মুখ কুচকিয়ে ব্যাথায় কোকানোর ভং ধরে- ভাবখানা যেন আহত বীর যোদ্ধা দেশের জন্য প্রাণ উজার করতেছে! দেশ উদ্ধার করে ফেলছে!
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



