
দেশে দিন দিন ভিআইপি কুকুর (VIP Dog) এর সংখ্যা বেড়ে যাচ্ছে । এরা দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করলেও দেশটার প্রতি তাদের কোন দায়িত্ববোধ নেই, এবং নিজেরা দায়িত্বশীল হয়েও দেশের প্রতি কোন আস্থা নেই।
সামান্য জ্বর, সর্দি, কাশি, চোখের চশমা পরিবর্তন করতেও তারা সিঙ্গাপুর , মালেশিয়া, লন্ডন, আমেরিকা যেতে হয়।
এই ভিআইপি কুকুদের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তা ফেরী জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয় ।
এদের জন্য মুমুর্ষ রোগির এ্যম্বুলেন্সও আটকিয়ে রেখে রোগিকে হত্যা করা হয়।
আসুন মনুষ্য চেহারায় দেশের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করা এবং জনগণের সেবক সেজে যারা জনগণের সাথে শাসকের মতো আচরণে করে এসব ভিআইপি কুত্তাদের দেশ থেকে বিড়াড়িত করি।
এডিস মশা তোরা কি ভিআইপি কুত্তা চোখে দেখস না,
তাদের রক্তে পাবি দামি দামি খাবারের সব পুষ্টি ও উপাদান
কেন তোরা মেহনতি খেটে খাওয়া দিনমজুর, সাধারণ আম জনতার রক্ত খাস ।
দেখে দেখে ভিআইপি কুকুরের রক্ত খা ।
তোদের আরো কয়দিন বাঁচতে দিবো ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




