"কি কইলি, আবার ক" টাইপ ভাব নিয়া প্রোফাইল আবারো সেভ করতে গেলাম।
আবারো সেই একই ধমক। আমি মনে মনে কই, আরতো সইহ্য করন যায় না রে। এইবার তোরে আমি খাইসি।
সাথে সাথে পৃন্ট স্কৃন মাইরা সেভ কইরা রাখলাম। আমারে যে খামাখা হ্যাকর কইয়া গালি দিল, এইটার কি বিচার হওয়া উচিত আপনেরাই কন।
এই ব্লগে সাহিত্য চর্চা ছাড়া আর কোন আকাম করি নাই। আমার সাহিত্যরে হ্যাকিং কইলো ক্যান? আমার সাহিত্য কি এত খারাপ? হ্যাকিং-এর মত একটা কাঠখোট্টা জিনিসের সাথে আমার সাহিত্যের তুলনা করছে, এইটার একটা দফা রফা না কইরা আমি ছাড়তেছি না।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:০৭