জীবনে চলার পথের বাঁকে বাঁকে কত ঘটনা ঘটে, কত কথা হয়। সাম্প্রতিক সময়ে ঘটা এমন দুটি ঘটনা যা হঠাৎ করেই মনে এক অদ্ভুৎ রেখাপাত করল এবং একই সাথে উদয় হল কিছু প্রশ্ন।
ঘটনা ১: জীবন সংগ্রামে টিকে থাকার জন্য আমাকে প্রতিনিয়ত অনেক কাজ করতে হয় যার মধ্যে টিউশনি অন্যতম। কিছুদিন আগে নতুন এক টিউশনি শুরু করি। ছাত্রী। আসন্ন S.S.C পরীখ্খাকে সামনে রেখে অংকের প্রস্তুতি যাতে ভালোভাবে হয় তা দেখাই আমার কাজ।
আমার ছাত্রী শহরের এক সনামধন্য সরকারী স্কুলে পড়ে। একদিন তাকে একটি অংক ঠিক করে দিচ্ছি , হঠাৎ করে সে বলে উঠল " যদি গ্রামের স্যারের হাতে আমার পরীখ্খার খাতা যায় তাহলে ত আমার এই অংক তাঁরা কেটে দেবে"'। চমকে উঠলাম তাঁর কথা শুনে। বল্লাম এ কথা বলার কারন কি? উত্তরে সে বল্ল " গ্রামের স্যারেরা তো বেশী কিছু জানেনা, তাই। " তাকে বল্লাম গ্রামের শিখ্খকদের নিয়ে তাঁর এই মন্তব্য করাটা ঠিক হচ্ছেনা। আরও বল্লাম আমিও গ্রমের স্কুল থেকেই উঠে এসেছি। জিগ্গাসা করলাম্ তাঁর এই ধারনার কারন কি? উত্তরে সে বল্ল এটা নাকি তাঁর স্কুলের টিচার বলেছে।
আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম।
আমার প্রশ্ন:
১। আমরা আমাদের সন্তানদের কি শেখাচ্ছি?
২। গ্রামের শিখ্খকগন কি এতটাই অবহেলার পাত্র?
৩। জাতির একটি বড় অংশকে শিখ্খিত করে চলেছেন যারা, এই কি তাঁদের প্রাপ্য?
৪। শহরের সেইসব শিখ্খকরা কি ভুলে গেলেন তাঁরা কাদের হাত ধরে উঠে এসেছেন?
ঘটনা ২: আমি এক মেসে থাকি। একদিনা আমার রুম্মেট বললেন যে তিনি একটি জরুরী কাজে ঢাকা যাবেন। বললাম কি কাজ? বললেন তাঁর এলাকার জনৈক মন্ত্রীর সাথে দেখা করতে যাবেন।
-হঠাৎ মন্ত্রীর কাছে কি এমন কাজ পড়ল?
-দুলাভাইয়ের পুলিশ কনষ্টেবল পোষ্ট থেকে প্রমোশোনের জন্য ।
খুব কৌতুহল হল।ফলাফল দেখার আশায় আপাতত চুপ থাকলাম।
তিনি গেলেন।
যথাসময়ে ফিরে আসলেন। চোখেমুখে যুদ্ধ জয়ের ঝিলিক।
-কি অবস্থা?
-খুব ভালো।
-কেমন ভালো?
-৫ লাখ টাকায় ব্যাবস্থা করে আসলাম।
-টাকা কাকে দিলেন? মন্ত্রীকে?
-কি যে বলেন! আমাদের মন্ত্রী খুব সৎ। তিনি এসব বিষয়ে সরাসরি হাত দেননা। একজনের সাঠে পরিচয় করিয়ে দিলেন। তাঁর সাথেই সব হল।
-তাই নাকি। কার সাথে?
-প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পি.এস এর সাথে।
আমি সর্ষের ভেতর ভূত দেখে চমকে উঠলাম।
আমার প্রশ্ন:
১। মন্ত্রী কতটা সৎ?
২। একজন পুলিশ কনষ্টেবল যখন পদন্নতির জন্য ৫ লাখ টাকা ঘুষ দিতে পারেন তবে প্রতিনিয়ত তাকে কত টাকা বাড়তি আয় করতে হ্য়?
৩।পদন্নতির পর জাতি তাঁর কাছে কতটুকু প্রত্যাশা করতে পারে?
প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে বলে আপনার ধারনা? জানালে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




