"একজন পুরুষের কাছে প্রেম মানে জীবেনের আনন্দ ,
আর, একজন নারীর কাছে প্রেমটাই হয়ে যায় তাঁর জীবন ।
একজন নারীর জীবনের কষ্ট শুরু হয় এখান থেকেই ।"
"ন্যাড়া বেলতলায় একবারই যায়"-
একটি বহুল ব্যবহৃত প্রবাদ বাক্য। কিন্তু বর্তমান কালের প্রেক্ষাপটে এটি ভুল বলে মনে হয়।
যার প্রমান আমরা আমাদের আশেপাশের তরুন-তরুনীদের দিকে তাকালেই দেখতে পারি ।
এরা একবার প্রেম করে, ছ্যাকা খায়, বিরহে ভোগে , তার কিছুদিন পর আবার ছ্যাকা খাওয়া এবং বিরহে ভোগার নিমিত্তে পুনরায় প্রেম করার জন্য উঠেপড়ে লাগে । মনে হয় যেন, ছ্যাকা খাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ এবং আনন্দ ।
কিছুদিন আগে এক পরিচিতের সঙ্গে কথোপকথোনের একপর্যায়ে সে বলল যে তার প্রেমের বয়স প্রায় ৬-৭ মাস। এবং এই সময়ের ভেতর সে তার ৩টা মোবাইল ফোন সেট ভেঙ্গে ফেলেছে তাঁর প্রেমিকের সঙ্গে ঝগড়া করে। আমি বললাম কি লাভ হলো তাহলে প্রেম করে ? উত্তরে সে বলল- "আরে এইটাইতো প্রেম করার মজা" ।
হায় সেলুকাস !!!!!!! মনে মনে বলি,বটের ফল তুমি আজও সেই সেকেলেই রয়ে গেলে । এখন যুগের সাথে পরিবর্তন হয়েছে আনন্দের সংজ্ঞা , বদলে গেছে চিরাচরিত প্রবাদ বাক্য । এখন ছেলে-মেয়েরা ঠকতে এবং ঠকাতেই বেশি পছন্দ করে । করবেনাই বা কেন? এতেই যে জীবনের আনন্দ!!!!!!!!!!!!!!!!!!!
হায়রে বটের ফল, এ যুগে বাস করেও তুমি সেই সেকেলেই রয়ে গেলে!!!!!!!
তবে এটাও সত্তি যে, আমার সেই সেকেলেতেই আনন্দ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




