পদন্নতি হইলে কার না ভাল লাগে !!!
আগে ভাবতাম সামুতে লগ ইন করলেই ইচ্ছামত লেখা যাইবো।লগ ইন করার পর শুরু হইল আরেক কাহিনী।একদম প্রথমেই সামুতে ঢুইকাই হইলাম
Watch পজিশনের সদশ্য।

ভাল কথা,দুখান লেখা পোস্ট করলাম...তার কিছুদিন পর পাইলাম
General নামক উচ্চপদ!আমার আনন্দ দেখে কে ?একসময় আর্মিতে যাওয়ার বড়োই খায়েশ ছিল,কিন্তু সুযোগ হয় নাই।যাই হোক সেই কথা আরেকদিন হইবনে।General হওয়ার পর থেকে আমার নিজেকে মঈন ইউ আহ্মেদ মনে হইত

!! কিন্তু, আজকে যখন জানতে পারলাম আমি Safe হইছি,আমি আর আমি নাই

!!!!!!!!ইচ্ছা করতাছে এই আনন্দে একটা বিশাল উপন্যাস লেইখা ফেলাই !!
বড়োই শান্তি লাগতাছে,আহ্ !!!!!!!!!!!
হে ব্লগার বন্ধুরা আমি Safe
Safe
Safe
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৯ রাত ২:১৭