
মা বা দাদি, নানুদের মুখে শুনবেন, টাক মাথায় এক ধরনের পাতার রস দিত, চুল ভালো হবে বলে।
আজ পরিচয় করি দিব সেই পাতার সাথে।
সৌন্দর্য পিপাসু মানুষের জন্য চুলের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর চুলের যত্নে মানুষ প্রাচীনকাল থেকে যে ভেষজটি ব্যবহার করে আসছে তার নাম কেশরাজ বা কালোকেশী।
অঞ্চলভেদে এটি খুতখুশানির পাতা বলেও পরিচিত।
আদিকালে ভারতীয় উপমহাদেশের সর্বত্রই এ গাছটি পাওয়া গেছে । সাধারণত পুকুর ধারে, বনে-জঙ্গলে এই গাছটি বেশি জন্মে। গাছটি গুল্ম জাতীয় গাছ। বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড এবং ব্রাজিলে বেশি পাওয়া যায়।তবে শহর সংখ্যা বেশি হওয়ায় আজ কাল এই পাতা পাওয়া খুব মুশকিল।
অত্যন্ত উপকারী একটা ঔষধি ঘাস ফুলের গাছ কেশরাজ। এই গাছ থেকে কালো একধরনের নিযার্স বের করা হয়, যা চুল কে আরো কালো করতে সাহায্য করে। এছাড়া এই গাছের রস চুল পড়াবন্ধ করে।
এই সেই গাছ, যার ব্যবহার দিন দিন কমে গেলেও,উপকারিতা কমেনি। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মায়েদের চুল ছিল সুন্দর।
আমাদের হেয়ার অয়েল এ কেশরাজ পাতার নিযার্স অন্যতম একটি উপাদান ৷
এই নিযার্সে এক সাথে অনেক বেশি ব্যবহার করলে এল্যার্জির দেখা দিতে পারে। কেউ যদি শুধু এই নিযার্স মাথায় দিতে চান। হাল্কা করে দিবেন।
অন্যান্য প্রকৃতিক উপাদানের সাথে ব্যবহার করলে এল্যার্জি সম্ভবনা থাকে না। হেয়ার অয়েল ব্যবহার করে চুল সুন্দর করুন।

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



