পরক্ষনেই মনে হলো এরকম মিথ্যা বললো কেন রুবেল? প্রচন্ড রাগ লাগলো। ইচ্ছে হচ্ছিলো কাছে পেলে একটা থাপ্পর মারি।
বন্ধ আমার বললো"মিথিলা বলে কেউ নাকি ছিলোনা, রুবেল নিজেই মিথিলা"। তখন রাজ্যের অবাকতা নেমে এলো মনে।
"কেনো করলো এমন?, মৃত্যু নিয়ে এমন রসিকতা এতোগুলো লোকের সাথে! সবাইকে নাড়া দিয়েছিলো এই মিথিলা"।
খুব রাগ হচ্ছিলো রুবেলের উপড়। তবে ভালো লাগছিলো যে 18 বছরের কোনো মেয়ে আসলে মরেনাই কদিন আগে। অসময়ে কারো সময় শেষ হয়নি কদিন আগে। এতোটা কস্ট পাওয়ার আসলে কিছু ছিলোনা। এটাই শান্তি লাগছে আমার।
নিজের মেধা বিকাশ করতে অনেক টপিক আছে। অন্যের কাছে নিজেকে তুলে ধরতে এরকমটা যেনো আর কেউ না করে।
তবে আমি আনন্দিতো যে কদিন আগে 18বছরের কোনো মিথিলা প্রচন্ড কস্টে মৃত্য বরণ করেনি।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৫