তেমনি ভালোবাসি আর্জেন্টিনা।
আর বাকি যারা আছে তাদের করি ঘৃনা।
মাথা উঁচু যাদের টান টান শিনা।
তারাই আর্জেন্টিনা।
বাকি যারা আছে শাম্বার দল,
অযথাই অতীত টেনে করে শোরগোল।
আরে বাবা এটাতো শাম্বা নয় ফুটবল।
বুঝতে হবে এবার তোমরা দূর্বল।
বার বার ধান খেয়ে যাবে, তা কি হয়?
এবার হবে ম্যারাডোনা আর মেসির জয়।
কথিত আছে কোন এক কালে,
ব্রা পরে কোন এক তরুনী-
লাফ দিয়েছিল ঝিলে।
এই দৃশ্য দেখে ফেলেছিল কোন এক ফাজিল।
সেই থেক দেশের নাম হয়ে গেল ব্রাজিল।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১১ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




