আমার সাফল্য দেখে আমি নিজেই নির্বাক
সবাই এবার চুপটি মেরে আমার কথা শুনতে থাক
যানজট সে কিছু নয়, কুৎসা রটায় লোকে
ঈর্ষায় পুড়ে ছাই হয়, উল্টা পাল্টা বকে
ছাত্র কালে পড়েছিলাম টাকাঅং তপসসাং
মোর পিছনে আছে প্রধানমন্ত্রী স্বয়ং
কতো কথা বলি আমি এখানে ওখানে
আমি বরখাস্ত? দেখিস শুধু স্বপনে
যোগ্য লোকের ভাত নাই এই দেশে
নিজেই বাজাই নিজের ঢোল
অন্য কেউ ফাটিয়ে ফেলবে শেষে
জত্রতত্র মরে মরুক দেশের সোনার ছেলেরা
জনসংখ্যা কমে এই কথাটা বুঝেনা বোকারা
আমি যেন বারবার হই যোগাযোগ মন্ত্রী
জোরে সবাই বোলো একবার কবুল
ভুলেও কেউ ভুলিও না, আমার নাম আবুল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




