
অবিরাম বয়ে চলা নদীর মতোই--
প্রিয়জনের আকর্ষণ......
ছন্দ তাল,আর সুমধুর কলতান
করে মায়ায় বিভোর....
তাই তো খুঁজে পাই তাকে....
জীবনের বাঁকে বাঁকে....
হৃদয়ের আকাশে.....
মূহুর্তে মূহুর্তে......
চলতেই থাকে এ ভালোলাগা...
যেন পাহাড়ী ঝরনার ধারা.....
ঝরে ঝরোঝরো.....
ফিরে ফিরে চাই আরো...
তাই তো,
অনন্ত নক্ষত্রের মায়াভরা পথে
দিন শুরু হয় তাকে দিয়ে...
শেষটাও হয় তারই হাতে....
আমার বাকি কবিতাগুলোর মতোই এটাও একটা পোস্ট এর কমেন্টে করা। ল ভাইয়ের "তোমাকে খুঁজে ফিরি" পোস্টে উপরের কবিতার একটি খসড়া লিখেছিলাম। ল ভাই পরের কমেন্ট এ কবিতাটার এ রূপদান করেন। আমিও আরেকটু মোডিফাই করলাম। তাই ল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
বিঃদ্রঃ আমি কিন্তু ল ভাইয়ের আসল নাম জানি
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



