somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বোধের থলিতে শুধু জমে শূণ্য আনাকড়ি

লিখেছেন চারু মান্নান, ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৭

বোধের থলিতে শুধু জমে শূণ্য আনাকড়ি

বার বার উদ্ধত শির
লজ্জায় নেতিয়ে পরে মৃত্তিকা ধুলায়
কর্মহীন বেলা শেষের সাঁঝ যেন;
আঁধার কালিমা গায়ে মেখে নির্লিপ্ত শরীর
রাতের কাছে বিনা দ্বিধায় সমর্পিত।

আকাশও কি তাই?
লজ্জাহীনা শুধু কালে কালে মেঘের সাত রং এ
পুনঃজীবন লাভে সদা তটস্ত থাকে।

অথচ কি জানি?
আমরা তো নিঃশেষ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

জলমাকড়ষা ছায়া জলে হেঁটে যায় সন্তর্পণে

লিখেছেন চারু মান্নান, ১৮ ই মে, ২০১৬ সকাল ১০:২১

জলমাকড়ষা ছায়া জলে হেঁটে যায় সন্তর্পণে

ভেবে ভেবে আর খোঁজ করা হল না
খোলা আকাশে মেঘ নেই বলে,
উধাও হয়ে গেল যে কখন? জানতে পারেনি কেউ
মেঘ নিলীমায়
বেশ তো সহবোধ; কাব্য গুলে ঈশাণ কোনে
রণরঙ্গি সাজ সাঁঝে।

ধেনুর পালে কলমি ঘ্রাণ সাদা কইতর উড়ে
সাঁঝের সোনালী রং গায়ে মেখে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

কবিতার ঐ প্রদ্যুষ বিরহ

লিখেছেন চারু মান্নান, ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৬

কবিতার ঐ প্রদ্যুষ বিরহ

ইচ্ছা কেন জাগে?
মনের থরে থরে, নরম ঐ বকের পিঞ্জরে
সদাই চাওয়া।

এমনি এমনি সদাই চাওয়া
হাত উঁচিয়ে, বুক চেতিয়ে,
নত শিরে, ভালোবাসা; ক্ষুধার তরে
বাঁচার খরায় নিত্য নতুন স্বাদ জাগে।

স্বপ্ন স্বাদ, আশার বাঁধ জুড়ে;
কবিতার ঐ প্রদ্যুষ বিরহ
সেখানেও সদাই আশ্ফলন! চেতনায় জাগে,
মৃত্যুর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

তোর জন্যই তো তৃঞ্চাবোনা

লিখেছেন চারু মান্নান, ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:১৩

তোর জন্যই তো তৃঞ্চাবোনা

মেঘ ধিয়ানে,
তৃঞ্চায় কাতর চাতক চাতকি।

বসন্তের সৌম্য সারথি, ভালোবাসা! আবার ফিরে গেল
তপ্তধ্যানে মগ্ন রৌদ্র খোরা শরীরে চেপে
মৌনতা ধিয়ানে
স্বপ্ন পুনঃজন্মে; প্রেম ভিক্ষা চেয়ে
দাঁড়িয়ে সমুখে, বেবাগি অচেনা পথিক।

কি চাও তুমি? এমন রৌদ্রপোড়া বোশেখে
চন্দন জোছনা গুলে; চুঁয়ে পরে রাতভর
মেইয়ে যায়, নেতিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

বৈশাখে শিলা বৃষ্টি

লিখেছেন চারু মান্নান, ১২ ই মে, ২০১৬ বিকাল ৪:২৪

বৈশাখে শিলা বৃষ্টি

মেঘের গায়ে ঝড় মেখে
বৃষ্টি এল ঝমঝমা ঝম,
বৃষ্টির ফোটায় বরফ কুচি
টিনের চালে টপটপা টপ।

থেতলে যায় পুঁই মাচা
ধুলো ভিজে কাদা,
চড়ুই ঝাঁকের কিচির মিছির
উঠোন জলে সাদা।

ভুতু সোনা গালে হাত
শিলা বৃষ্টি দেখে,
ঝর ঝরিয়ে বৃষ্টি ঝরে
শিলা গুলো যায় মিলিয়ে।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

স্বপ্নখরা ক্রান্তিকাল

লিখেছেন চারু মান্নান, ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:১৭

স্বপ্নখরা ক্রান্তিকাল

ধ্বংসের মাসুল গুনতে
বিদেহি কাল; কত আর কাঁদবে বল?
যুগের পর যুগ যায়
ভূতলে ধুলার আবিরে ঢাকা পরে,
কালের পরিক্রমায়
বার বার মৃত্যু শুধু ইতিহাসের সাক্ষী;
এমন সবুজ মানব গ্রহে।

বড়ই বেমানান এই যে,
প্রাণীকূলের তুচ্ছ মৃত‌্যু; সভ্যতা যায়
সভ্যতা আসে
জীবন মুক্তির সেই একই দৈন্য দশা!
মুক্তি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

অপেক্ষার এক অসয্য প্রহর

লিখেছেন চারু মান্নান, ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:২৭

অপেক্ষার এক অসয্য প্রহর

অপেক্ষার এক অসয্য প্রহর
পারি দিতে;
অচেনা পথের প্রান্ত সীমা মনে করে দেয়
প্রচ্ছদ যে, কাঠবিড়ালীর চঞ্চলতার মতো
চমকপ্রদ বটে!

পথিকের সাথে পথ হাঁটা; বাউল বিভাস
গুনগুনিয়ে আপদমস্তক জুড়ে
বৈরিতা ভুলে, স্বস্তির নিঃশ্বাস ছারে।

হাঁটতে হাঁটতে বেলা যে পরে আসে
গলায় তৃঞ্চা বাদ সাধে; সাঁঝের লালিমা চিরল পাতায়
আকাশ প্রান্তে পশ্চিমের গায়ে সনাতন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

দ্বিচারিনী উম্মক্তায়

লিখেছেন চারু মান্নান, ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:৫৬

দ্বিচারিনী উম্মক্তায়

দৈতরূপে কি মানুষ বাঁচে?
বাঁচে, তোমাকে না দেখলে জানা হতো না
জেনেছি বলে ফুলকে আজ তীর্যক বাসনাহিন
কাগজের ফুল মনে হয়।

তুমি কি পুঞ্জিভূত সত্তার অভিষারিনী?
কত রুপে কত কামনায়?
তোমাতে তোমার নেই জানা; যেন রাত্রি মগ্ন
দ্বিচারিনী পদ্মের পুনঃজন্ম
আলোর ছায়া কুঞ্জে নৃত্যরত যে বৈসাবি স্বপ্নসম্ভার
ছায়া বিন্যাশে কামনা সুলভ কুস্তরি ঘ্রাণ
ছুঁয়েছে মৌনতা কুঞ্জে দ্বিচারিনী প্রেম তোমারই
আধো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

গত সাতদিনের মতো আবারও বৃষ্টি জন্য পথ চাওয়া

লিখেছেন চারু মান্নান, ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

গত সাতদিনের মতো আবারও বৃষ্টি জন্য পথ চাওয়া

সেদিন দুপুরে

সেদিন দুপুরে প্রখর রৌদ্দুর তাপ
চারিদিকে গরম বাতাস বইতে ছিল, ঠিক মাথার উপর সূর্য
তীর্যক আলোর ফলা যেন,
মৃত্তিকা দহনে ফেটে চৌচির।

শুষ্ক খরায় পিপাসা প্রাণীকুলের
পথিক তার ঘামে চিটচিটে, তামাটে রং ধরা শরীর
দুফটা জলের জন্য পথে পথ হেঁটে ছিল,
জারুল ছায়ায় দু'দন্ড স্বস্তির হাওয়া বয়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ

লিখেছেন চারু মান্নান, ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ

বোশেখের খরা। তপ্ত দিন বলে, তৃঞ্চার হুটোপুটি। বাতাসে মাতাল মেঘে, ছড়িয়ে যায় পিপাসার পয়গাম। ঐ যে, সবুজ গেরাম ছিল। তা এখন রোদে পোড়া রুক্ষ। বাঁশঝাঁড় এ পাতা শুকনা করকরে। পথের ধারে নাঙা সোনালু গাছটায় বেশ ফুলের বাহার। লম্বা লম্বা ফল(বাঁদর লাঠি) ঝুলে আছে, যেন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

সনাতন মাটি

লিখেছেন চারু মান্নান, ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৩

সনাতন মাটি

রক্ত ভোগী সনাতন সেই মৃত্তিকা আজও
তাজা রক্ত শোষণে সদা তৎপর;
তোর দেহে কত গ্যালন রক্ত ধরের সনাতন মাটি?
তুই না জননী আমাদের সবার;
মা বলেই কি এত সয্য এত র্ধয্য
সব টুকু মুখ বুজে সয়ে যাবি সন্তান হারানো শোক।

যাকে যত্ন আদরে এই পৃথিবীর আলোর মুখ দেখালি
তারই রক্ত তোর বুকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

আজীবন, বৃষ্টির জন্য অপেক্ষা

লিখেছেন চারু মান্নান, ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

আজীবন, বৃষ্টির জন্য অপেক্ষা

আমার কথা ছাড়, এমন খরায় খড়কুটোর মতো
তোমার ছায়া খুঁজি;

মহীরুহু ছায়ার মতো ছিল,যে ছায়া ভুতলের বেঁচে থাকার স্বপ্ন প্রত্যয়
সাহারায় ধু ধু মরীচিকার উপরে একচিলতে মেঘের ছায়া যেন!
রোদে পোড়া বালুকারাশির তপ্ত বায়ু ঢলে পরা বেলায়
বেঁচে থাকার স্বপ্ন দেখায়।

তুমিতো পুড়ে নিঃশেষ হলে, আগুনে পতঙ্গ পোড়ার মতো
যাতনায় সেই লীন জল এখন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

মেঘের ছায়া

লিখেছেন চারু মান্নান, ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১

মেঘের ছায়া

বোশেখের তীব্র, রোদ্দুর তাপ
এক খন্ড মেঘ চাই;

আসুক না হয় দক্ষিণা বাতাসে
ভেসে ভেসে রুক্ষ নগর জুড়ে
এক খন্ড মেঘে ছায়া চাই;
উতল আকাশ জুড়ে তাই তো
চঞ্চল মেঘ ছায়া ধরে, ছুটে চলে দিক বিদিক
সেই ছায়া ছুঁয়ে যায় নগরের
মাথা উঁচু করা অট্টালিকার শরীর।

সেই ছায়ায় উড়ে বোশেখ উর্বশীর খোলা আঁচল
বিরহী শঙ্খচিল আজ হারিয়েছে তার মেঘের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

ফেলে আসা কোন এক বোশেখ

লিখেছেন চারু মান্নান, ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫

ফেলে আসা কোন এক বোশেখ

ফেলে আসা কোন এক বোশেখ
হটাৎ ভর দুপুরে, আচমকা ঝমঝমাঝম বৃষ্টি এসেছিল
বড় বড় বৃষ্টির ফোটা,
উঠানে ঝুলানো কাপড় ভিজে সারা
রোদে পোড়া ভিজে জল ছিল স্বস্তিদায়ক বটে।

উঠানে ধুলি মাখা জলে
চুড়ুই জোড়া ডানা ভিজে, শরীর ভিজিয়ে ছিল ছিটেফোট জলে
ধুলার আবিরে ঢাকা পুঁইমাচা,
ধুয়েছে ছিল যত সামান্য সবুজ পাতা
উনুনের খড়ের চাল ভিজে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

চৈত্র সংক্রান্তির রাত

লিখেছেন চারু মান্নান, ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

চৈত্র সংক্রান্তির রাত

বছর জুড়ে তাবর দাব দাহ
যত গ্লানি, প্রদাহ!
স্বপ্নের বেলুন উড়তে উড়তে
কতগুলো যে চুপসে গেছে?
তবও স্বপ্ন বেলুন উড়ে,
আশা জাগানিয়া ভরসার ছবি আঁকে।

রৌদ্র পোড়া ঝলমোলানো দিন শেষে
নামবে যখন সংক্রান্তির পূর্ভা রজনী
স্মৃতির আদলে ঠাসা,
যত সামান্য নন্দন বিরহ
যেন কবিতার কাঞ্চনজঙ্ঘা;
জোনাক আলোয় ভাসবে
ভুতুরে উঠানে কপোত কপোতির না পাওয়ার
বিলাসী ঠোঁট চুম্বনে,
মহারথী জোছনা ছড়াবে বিভাস।

এমনি যাতনা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৭৮৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ