আমার হৃদয় মাঝে কিসের শুন্যতা বিরাজ করে
তোমার বিরহে মৃত্যু অপেক্ষায় থাকি
জীবনাবসান হয় না কেন
এ জীবন জ্বালা আর সহিতে নারি!
মনের অকুতি ভরে তোমায় স্মরিতে চাই
তোমার জন্য সারা বেলা কাদিতে চাই
মনের মাঝে যখন উথাল পাতাল ঢেউ উঠে
হৃদয় হিনা তুমি অবিচল থাকতে পাও?
ঐ দিকে যেতে চায় মন
পকেটে নাই টাকা পয়সা
মনের কোন সুপ্ত বাসনা লয়ে
প্রকৃতির ছবি খুজি ফিরি আন মনে!
বুকের জমাট ব্যাথা লয়ে
সকালে ঘূম থেকে উঠি
মনের কোনে একটু ক্ষোভ লয়ে
সিগারেটের আগুন ফুকি!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৫ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


