দাড়িপাল্লার পোষ্টে কিংবা ওই পোষ্টে বিরুদ্ধে হিন্দু মুসিলি নির্বিশেষে সকল বিবেকবান ব্লগাররাই প্রতিবাদ করেছে। গুটি কয়েক রিভার্স খেলা নিক থেকে গালি কিংবা কুরুচিপূর্ন পোষ্ট দেয়া ছাড়া বাকি সবাই সুন্দর ভাবেই প্রতিবাদে অংশ গ্রহন করেছেন। যারাই কুরুচিপূর্ন পোষ্ট দিয়েছেন জানা আপাকে নিয়ে তাদের ব্যান করলেই পারেন। তাদের কয়েক জনের নোংরামীর অপরাধের দায় ভার সমস্থ সাধারন ব্লগারদের উপর চাপিয়ে দিয়ে সবাইকে ঢালাওভাবে জামাত শিবির আখ্যায়িত করার সাহস আপনাকে কে দিয়েছে ।
জামাত শিবির কি জিনিস আপনি কি জানেন? এমন একটা নিকৃষ্ট ধর্মব্যবসায়ী/ রাজাকার শুয়োরদের সাথে সাধারন ব্লগারদে তুলনা করে আপনারা চরম ভুল করলেন। একজন্যও আপনাদের ক্ষমা চাইতে হবে।
জানা আপাকে বলছি , আপনি এসব ভন্ডদের আপনি এখুনি না রুখলে হয়তো আপনাকে আরো অপমান হতে হবে তাদের হাতে। আপনার প্রতি সাধারন ব্লগারদের যে একটা বিশ্বাস, সম্মান আছে তা ক্ষন্ন করছে সবাইকে জামাতের মত সর্বজন ঘৃনিত একটা শুয়োর রাজার সম্প্রদায়ের সাথে সবাইকে তুলনা করে। এর তীব্র প্রতিবাদ জানাই আমি একজন সাধারন ব্লগার হিসেবে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




