(আজাইরা পোস্ট, পড়লে মেজাজ খারাপের জন্য লেখক দায়ী নয়)
ব্রেকিং নিউজ:
একদল দুস্কৃতিকারী আমার রুমের ইলেক্ট্রনিক সামগ্রীর উপর আজকে সসস্ত্র হামলা চালিয়েছে। বিকেলে ঘুম থেকে উঠে দেখি তারা আমার ল্যাপটপ এডাপ্টার এর ক্যাবল, মোবাইল চার্জারের ক্যাবল, পিসি স্পীকারের এডাপ্টার ক্যাবল, ইনপুট ক্যাবল, পাওয়ার ক্যাবল কেটে নিয়ে গেছে।
মন্তব্য: কেন ভাই? কেন করলি এসব? আমার সাথে তোদের তো কোনো শত্রুতা ছিলো বলে মনে করতে পারছি না। কোন বেটায় তোদের নামানুসারে মাউসের নামকরণ করছে তার জন্য আমার এত বড় ক্ষতি কেন করলি? (কানতেই আছি)
আপডেট: কেটে ফেলা ক্যাবলগুলো খাটের চিপায় খুঁজে পাওয়া গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




