পার্বত্য জেলাগুলোতে প্রবাহিত তিনটি প্রধান নদী কর্ণফুলী- সাংগু - মাতামুহুরী । আর সাংগুর একটি বড় উৎস হল রেমাক্রী খাল । স্হানীয়রা এটাকে খাল বললেও ভৌগলিক হিসেবে এটা নদী, উপ নদী : সাংগুর উপনদী । খুবই রিমোট - নিরবিচ্ছিন প্রাকৃতিক বুনো পরিবেশের মাঝখান দিয়ে প্রবাহিত এই নদী :

পাথরের গা বেয়ে বয়ে চলে স্বচ্ছ জলধারা :


রেমাক্রি যেখানে সাংগুতে পতিত হয়েছে , সেখানে খুবই স্বল্প উচ্চতার একটা জলপ্রপাত(?) তৈরী হয়েছে

এটাকে জলপ্রপাত বলা যাক বা না যাক, পাথরের ধাপ বেয়ে জলধারা নেমে আসার দৃশ্য খুবই আকর্ষণীয় :

বুনো লতা-পাতার ফাক দিয়ে দেখা যাচ্ছে রেমাক্রি :

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




