১৯৭১ এ যে সকল দাবী দফা নিয়ে শেখ মুজিব বাংলাদেশ কে পাকিস্তান হতে আলাদা করেছিলেন, বর্তমানে বাংলাদেশ হতে চট্টগ্রামকে আলাদা ঘোষনা করতে তার চাইতেও বড় দাবী দফা চট্টগ্রামবাসীর হাতে আছে। চট্টগ্রাম বন্দরের টাকা দিয়ে অর্থনীতির চাকা সচল রাখে বাংলাদেশ সরকার। তারপরও চট্টগ্রামবাসীর অর্থনৈতিক সচ্চলতা স্বাধীনতার ৪০ বছর পরও দেখা যায় না। এত বড় জুলুম বাজ সরকার। এখনো গ্যাস লাইন যায়নি কক্সবাজার পর্যন্ত, এখনো রেল লাইন যায়নি কক্সবাজার পর্যন্ত। উল্টো কক্সবাজারের কুতুবদিয়াতে পাওয়া গ্যাস খনিটি ঢাকা-চট্টগ্রামে সরবরাহ করে দেয়। কেন এই বিমাতা সুলভ আচরন চট্টগ্রামবাসীর প্রতি?
অন্যান্য যে সব দেশে সমুদ্র সৈকত আছে তাদের দেখা যায় ১ কিলোমিটার সমুদ্রসৈকত নিয়েই তারা হাজার হাজার বৈদেশিক মুদ্রা আয় করে, আর আমাদের দেশে ৭৫ মাইল সমুদ্রসৈকত আছে তা সত্ত্বেও এই কোন সৃজনশীল কাজ এখনো পরিলক্ষিত হয়নি।
বাংলাদেশ সরকারকে প্রশ্ন রাখি, এ কেমন আচরণ করছেন চট্টগ্রামবাসীর প্রতি? আপনাদের মধ্যেও কেন পাকিস্থান সরকারের গুনাগুন পাওয়া যায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




