ডেন্টাল কলেজে পড়ার সময় গভীর রাতে ছাদে বসে গান গাওয়া আমাদের হোস্টেলে খুব জনপ্রিয় ছিল। এ ছাড়াও চাঁদের আলোতে আড্ডা মারার মজাটাও ছিলো অন্যরকম। তখন কার সময়ে আমার মোবাইল দিয়ে কিছু ছবি তুলেছিলাম। সেই ছবি গুলোই আপনাদের জন্য দিলাম।











এই ছবিগুলো দেখার পর আপনাদের ভাবীর আব্দার, "আমাকেও এমন একটা ছবি তুলে দিতে হবে।" বউয়ের আবদার বলে কথা, তাই দিতেই হলো।

গোধুলীর শেষ ভাগে, আকাশের কার্পেটে, খয়েরী রঙের ব্যথা..........
মধ্যরাতের ছাদে, অনেক দীর্ঘশ্বাসে, আমার না বলা কথা........
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




