কি হচ্ছে ব্লগে। এই ভাবে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনে একের পর এক পোস্ট হচ্ছে।
সবাকদের বলছি তোমরা পার আমরা জানি কিন্তু এই ভাবে তা ঢাকঢোল পিটানোর কি দরকার।
আমরা পারি না তোমাদের মত গালিগালাজ করতে। আমাদের এই শিক্ষাটা এখন নেয়া হয়নি।
আবার ও কি আইয়্যামে জাহেলিয়াত যুগ শুরু হল।
আমার এক ব্লগার বন্ধু আমাকে উপদেশ দিয়েছে ব্লগ হিট হতে হলে একটু নেগেটিভ ইস্যু নিয়ে পোস্ট দিতে।ব্লগে হিট হতে হলে অনেক ধরনের ট্রপিক আছে সেগুলো নিয়ে পোস্ট করুন। তাই বলে ধর্মের মত একটা সফট কর্নার নিয়ে কেন এতো মাতামাতি। যেভাবে নাস্তিকে ভরে গেছে তাতে তো মনে হচ্ছে কেয়ামত এসে গেছে। আল্লাহর আরশ কেপে উঠবে।
আমরা ভুলে যাইনি ইসলাম কে অবজ্ঞা করাতে তুরস্কে কি ঘটে ছিল।
নবীকরিম বিদায়ের সময় বলেছিলেন" তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি কর না"। আমি নিজেও কখন ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না।
আমার এতটুকু হলেও ধর্মীয় অনুভুতি আছে। সেই জোর নিয়ে বিধাতার কাছে তোমাদের জন্য দোয়া করছি বিধাতা যেন তোমাদের হেদায়েত
দান করেন।
আর ব্লগার দের কে বলছি তারেক রে কেউ চোর বললে , ছাত্রলীগকে গালি দিলে জেভাবে তাকে সবাই মৌমাছির মত কামড়িয়ে ধরেন এদের বিরুদ্ধে তার চেয়ে হোন সোচ্চার হন। তাহলে আপনি বলতে পারবেন আপনি মুসলমানের ঘরে জন্মেছেন। না হয় এরা আপনার জন্য জাহান্নাম ঠিকানা দিয়ে ক্ষান্ত হবে ন, জাহান্নাম পর্যন্ত পৌছে দিয়ে আসবে বিনা হিসেবে।
ইতোমধ্যে কিছু এদের কারনে ব্লগ পস্থান করার ঘোষনা দিয়েছেন।
একজঙ্কে দেখুনঃ
Click This Link
একজন ভাল ব্লগার তার প্রতিবাদের ভাষা জানিয়েছেন এই ভাবে।
http://www.somewhereinblog.net/blog/lalsalu
আসুন সবাই মিলে এদের প্রতিহত করি। ইসলামকে অবমাননার হাত থেকে রক্ষা করি।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



