ছবিটি মূলতঃ চলন্ত ট্রেন থেকে নেয়া। এ বছর ছুটি কাটাতে যখন দেশে গিয়েছিলাম, তখন বেশ ক'বার ঢাকা নোয়াখালী ট্রেন উপকুল এক্সপ্রেস-এ ভ্রমণ করতে পেরেছি। যতদূর মনে পড়ে ছবিটি ফিরতি পথেই তোলা।
ছবি স্বত্ব: http://www.fazleelahi.com
হাদীস:
বিয়ের মাধ্যমে দ্বীন পূর্ণতা লাভ করে
আনাস রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
যখন কোন ব্যক্তি বিয়ে করে তখন সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করল, অতএব তার উচিত বাকী অর্ধেক দ্বীনের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলা।
[আলাবানী সংকলিত মিশকাত আল মাসাবীহ্, কিতাবুন্ নিকাহ্, আলফাসলুস্ ছালেছ]
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




