শুরুতেই রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
খবরের হেড লাইন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে জাতীয় শোক পালনের অংশ হিসাবে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
Published: 21 March 2013 11:23 AM Updated: 21 March 2013 12:48 PM
কি হল এটা??
সকাল থেকে যারা অফিস চলে যাবার তারা অর্ধেক অফিস করে ফেলেছে। মর্নিং শিফটের ক্লাস শেষ, দুই একটা বিচারের রায় হয়েছে, ব্যাংকের বেশ কিছু ডাটা আপডেট হয়েছে, বেশ কিছু পরীক্ষা হয়েছে। এগুলোর কি হবে??
আরও ইন্টারেস্টিং ব্যাপার যারা দুপুরে টিফিন লাঞ্চ করেন তাদের তো অবস্থা খারাপ। যারা লাঞ্চ বক্স সাপ্লাই দেয় তাদের এতো কষ্টের খাবার গুলোর কি হবে। কতগুল খাবার নষ্ট হবে।
আশ্চর্য যেখানে রাষ্ট্রপতির মৃত্যুর খবরে গতকাল বিরোধী দল হরতাল তুলে দিতে পারে সেখানে সরকারের এই রকম সিদ্ধান্তের কোন মানে হয় কি?
অফিস থেকে বাসায় এসে লিখছি এই ঘটনা



ভুল কিছু লিখে থাকলে ক্ষমা করবেন মিজাজ বিলা হইয়া আছে