কাল মনে পরে গেল সেই দিন। এখনও হাঁসি পায় ছোট্ট বেলার সেই স্মৃতি গুলো। খুব একটা দুরন্ত ছিলামনা। :#> :#>
সব জিনিসই খুলে দেখতে হবে আমার। বিশেষ করে খেলনা।
বাবা হয়তো কোন খেলনা কিনে দিলেন, দুইদিন খেলে তারপর এটা খুলে দেখতাম কিভাবে কাজ করে। :#> :#>
টেলিফোন সেট দুটো জ্বালিয়ে দিয়েছি।
পজিটিভ আর নেগেটিভ সকেট এ আঙ্গুল দিয়ে দেখেছি কি হয়
বাসায় দাদার সময়কার রেডিও খুলে ফেলেছি।
ফ্যান খুলেছি।
আর একবার তো টেলিভিশন এর শক খেয়ে শোকেসের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে গিয়েছিলাম। পিঠে এখনো কাটা দাগ নিয়ে ঘুরছি।


