আমি তখন ছোট, ক্লাস থ্রি তে পড়ি, থাকি পুরান ঢাকার আব্দুল হাদি লেন এ। ছোট খাট জিনিস আনতে শিখেছি। তো এই অবস্থায় আম্মুর মিষ্টি কুমড়া লাগবে। আমাকে ১০টাকা দিয়ে বললেন যাও, মিষ্টি কুমড়া নিয়ে আসো, আর দর দাম করে নিবা।
আমি দৌড়ে বাজারে গেলাম এবং দর দাম করে দুই টুকরা মিষ্টি কুমড়া কিনে এক মাছের দোকানে দেখলাম মাছ বিক্রি করছে। তো আমি বড়দের ঢঙ্গে জিজ্ঞাসা করলাম (আমি তখনো মাছ চিনিনা) মাছ কত?? লোকটি বলল ১০টাকা পিস।আমি বাসায় চলে আসলাম। আম্মু কুমড়া দেখে খুশি হলেন। এবং বললেন এইভাবে বাজার করতে করতে আমি শিখবো।
আমি গর্বে ফুলে গিয়ে আম্মুকে বললাম আম্মু বাজারে ইলিশ মাছ বিক্রি করছে ১০ টাকায়। আম্মু আর নানু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। :-& :-&
তখন নানু আম্মুকে বললেন দে ওকে ১০টাকা দে, মাছ চিনুক।
আমি দশ টাকা নিয়ে দৌড়ে মাছ কিনে নিয়ে আসলাম। আর আমার মাছ দেখে আম্মু আর নানু দুজনেই হেসে কুটিকুটি।
তখন তারা আমাকে মাছের নামটি বলে দিলেন।
সেটি ইলিশ ছিলোনা, সেটি ছিলো নলা মাছ :#> :#>
আমি এখনো সব মাছ চিনিনা, কিন্তু এই নলা মাছটি আমি ভালই চিনি। :#> :#>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


