জীবনকে সিগারেটের মত নিও (নিজেকে নয়)
যেখানে তোমার জীবন সিগারেটের তামাক ।
যা আছে কাগজে মোড়ানো (দেহ)
সেখানে সুখটান দিয়ে তুমি ,
তামাককে পোড়াও
অথচ তামাকের সামনের আগুনে যে ,
আলো থাকে পাওনা/নেওনা।
তামাককে পোড়িয়ে টেনে নিলে তার ধূয়া
যা তোমার ক্ষতি,
যদি তুমি তামাকের সামনের
আগুনের আলো হতে
তাহলে সবই তোমার হত
যা পোড়িয়ে এসেছ
তামাক পোড়িয়ে তুমি
আলো হয়েছ তো !
কবিতাটার কিছুই বুঝি নাই, আপনারা কি বুঝছেন?
বাংলা ভুলে ক্ষমাপ্রাথ্ী(প্রথম ব্লগ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




