এই ব্লগের কোন ব্লগারের সাথেই আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই। তারপরেও নিকের আড়ালের মানুষগুলো অচেনা হলেও কেন যেন মনে হয় বড় চেনা। প্রতিদিন যত ব্যস্ততাই থাকুক না কেন , কয়েকবার ঢু মারা হয় ব্লগে। পোস্ট লিখি , কমেন্ট করে ব্লগীয় মিথস্ক্রীয়ায় মেতে উঠি , আবার ক্যাচালে জরিয়ে ঝগড়াও করি। চলমান বিভিন্ন ইস্যূ্তে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয় , ব্লগও পাল্লা দিয়ে উত্তপ্ত হয়ে উঠে। টগবগ করে ফুটতে থাকে ব্লগাররাও।
ফেসবুক যতই জনপ্রিয় হোক না কেন , সেখানে নিজেকে মেলে ধরার ইচ্ছা কখনও জাগে না।কিন্ত এই প্ল্যটফর্মে মনের সকল অনুভুতি শেয়ার করতে এতটুকু দ্বিধা হয় না। মাঝে মাঝে মনে হয় সামু না থাকলে হয়ত অন্তরের অনেক কথাই অন্তরেই থেকে যেত , শেয়ার করা হত না কারো সাথেই। আমরা যারা বিদেশে থাকি তাদের কাছে সামু হল মাতৃভাষা চর্চার অন্যতম মাধ্যম। মাতৃভাষায় কথা বলার যে আকুলতা তা বিদেশে না এলে টের পাওয়া যায় না। সারাদিন ভিন দেশি ভাষায় কচকচানির মধ্যে সামুতে ঢুকে একটূ বাংলায় কথোপকথনের মাঝে যে কি আনন্দ তা শুধু প্রবাসী ব্লগাররাই ভাল বুঝবেন। জীবনে প্রথম বিদেশে আসা এক আত্মিয়া বলেছিলেন '' কিভাবে থাক তোমরা বিদেশে ? ফেরিওলার হাক ডাক নাই, কোলাহল নাই, স্কুল, কর্মক্ষেত্র, শপিং মল যেখানেই যাও সর্বত্রই কেবল ভিন দেশী ভাষার ব্যবহার! চির চেনা আত্মীয় স্বজন , বন্ধু বান্ধব কেউইতো নেই। '' উনাকে বলেছিলাম যে আমরা এভাবেই অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া মাঝে মাঝে বাঙ্গালীদের বিভিন্ন অনুষ্ঠান হয় , গেট টূগেদার হয় । সেখানে বাংলায় কথাবার্তা হয়। উনাকে সেদিন বলতে পারিনি অন্তরের ভেতরে মাতৃভুমি ও মাতৃভাষার জন্য হাহাকারের কথা। কাকের ময়ুর সাজার মত প্রবাসী বাঙ্গালীদের বাঙ্গালী সাজার চেষ্টার কথা। বলা হয়নি যে , ধন দৌলত, বাড়ি গাড়ির ইদুর দৌড়ের প্রতিযোগিতায় লিপ্ত এই মানুষগুলো বাঙ্গালী হলেও তাদের সাথে কখনই নিজের মন মানসিকতার মিল খুজে পাইনি। আজ বলতে দ্বিধা নেই যে, এই ব্লগ আমার মনের এই অপ্রাপ্তি অনেকখানি দূর করেছে।
গতকাল থেকে মনটা বড় ভারাক্রান্ত জানা আপুর অসুস্থতার কথা পড়ে। কোনদিন দেখিনি এই আপুকে, তারপরেও যেন কত চেনা তিনি আমাদের সবার । বাক স্বাধীনতা চর্চার দারুন এক প্ল্যটফর্ম তিনি উপহার দিয়েছেন ব্লগারদের। বিভিন্ন পোস্ট পড়ে জেনেছি যে , মোটেই সহজ কোন বিষয় নয় এই প্ল্যটফর্ম টিকিয়ে রাখা। আমাদের বাক স্বাধীনতা চর্চার সুযোগ দিতে তিনি যে কত লড়াই করেছেন তা জেনে স্তম্ভিত হয়েছি।
জানা আপু আজ কঠিন অসুখে আক্রান্ত । অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল আপুর জন্য।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১০