সিঙ্গাপুরে আগামীকাল ঈদ । এই দেশে দুই ঈদের তারিখই ফিক্সড অর্থাৎ বছরের শুরুতেই আমরা জানি যে , কত তারিখে ঈদ হবে। এখানে The Majlis Ugama Islam Singapura (MUIS) নামের সরকারী প্রতিষ্ঠান মুসলিম সংশ্লিষ্ট সকল ইস্যূ দেখভাল করে থাকে।চাঁদ দেখা ইসূ্তে এরা Where science and faith meet বিষয়টায় বিশ্বাস স্থাপন করে। আর তাই চাঁদের astronomical calculations উপড় ভিত্তি করেই রমজান ও দুই ঈদের তারিখ নির্দিষ্ট করা হয় বছরের প্রথমেই।
সিঙ্গাপুর বহু জাতির সংমিশ্রনে গঠিত একটা কসমোপলিটন সিটি। এখাননার জনসাধারনের Chinese 74.3%, Malay 13.5%, Indian 9%, other 3.2% । স্থানীয় মালেরা হচ্ছে এখানকার মুসলিম জনগোষ্ঠী। মালেরা ইসলামিক রীতিনীতি বেশ কঠোরভাবে পালন করে থাকে। কিন্ত ঈদের এই ফিক্সড তারিখ নিয়ে তাদের মাঝে কখনও কোন দ্বন্দ দেখিনি। চাইনিজদের সবচেয়ে গুরুত্বপুর্ন উৎসব লুনার চাইনিজ নিউ ইয়ারও চাঁদ এর উপড় নির্ভরশীল। তাদের উৎসবের তারিখও ফিক্সড। অর্থাৎ তারাও এই বিষয়ে astronomical calculations এর উপড় নির্ভর করে।
চান্দ্র পঞ্জিকা (ইংরেজি: Lunar calendar) হলো এমন একটি পঞ্জিকা যেখানে দিনসমূহকে হিসাব করার জন্য চাঁদের ঘুর্ণন পদ্ধতির ফলে উদ্ভূত গণনাকে ব্যবহার করা হয়। যেহেতু প্রতিটি চন্দ্রাবর্তন প্রায় ২৯+১⁄২ দিন,চন্দ্র ক্যালেন্ডারের মাসগুলি ২৯ থেকে ৩০ দিনের মধ্যে হয়। ১২ টি চন্দ্রের সময়কাল, একটি চান্দ্র বছর, ৩৫৪ দিন, ৮ ঘন্টা,৪৮ মিনিট, ৩৪ সেকেন্ড। আর তাই চাঁদ যখন উঠার তখন উঠবেই, পুর্নিমা , আমাবশ্যা , ভরা কটাল , মরা কটাল যখন হবার তখন হবেই। কারো খালি চোখে তা দেখার উপড় নির্ভর করে না।
পবিত্র ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক। যাদের স্বপ্ন বাড়ি গেছে , তাদের ঈদ অনেক অনেক বেশি আনন্দময়। আমার মত যাদের স্বপ্ন বাড়ী যায়নি ,তাদের ঈদও আনন্দময় হোক এই কামনাই রইল।
তথ্য সুত্র ঃ উইকিপিডিয়া ও The Straits Times