অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু অনেক সুবিধা দেয় । কিন্তু কিছু অসুবিধার মুখোমুখিও হতে হয় এটা ব্যবহার করতে গেলে । এরকম একটা বিরক্তিকর অসুবিধা হচ্ছে এটা এনটিএফএস ড্রাইভ অটোমাউন্ট করে না । উবুন্টুতে এনটিএফএস ড্রাইভ ব্যবহার করতে আপনাকে হয় মাই কম্পিউটারে গিয়ে সেটা ডাবল ক্লিক করতে হবে অথবা সেটাতে রাইট ক্লিক করে মাউন্ট ভলিউম সিলেক্ট করতে হবে ।
ওয়েবে এই বিষয়ে খুঁজতে গেলে নতুন ব্যবহারকারিদের আতঙ্কিত হবার যথেষ্ট কারন পাওয়া যাবে । (একটা উদাহরন এখানে দেখুন ) । এই জাতীয় টিউটোরিয়ালগুলোর একটা সমস্যা হলো নতুন ব্যবহারকারিরা একটু ভুল ভাল করে ফেললে সেটা থেকে নতুন জটিলতা সৃষ্টি হতে পারে । এর থেকে সহজ ও বোধগম্য একটা উপায় বলছি এখানে ।
প্রথমেই আপনার হার্ডডিস্কের সবকটি এনটিএফএস পার্টিশন মাউন্ট করা থাকলে সেগুলো আনমাউন্ট করে নিতে হবে ।
এরপর ntfs-config নামে একটি সফটওয়্যার ইনস্টল করে নিন । খুব ছোট সফটওয়্যার । কোন ঝামেলাছাড়াই ইনস্টল হবে ।
sudo apt-get install ntfs-config
এরপর সফটওয়্যারটা Applications > NTFS Configuration Tool চালু করুন ।
এরকম একটা উইন্ডো আসবে ।
এখানে Add বক্সদুইটি চেক করে দিন । এরপর ক্লিক করুন । তারপর সেখানে কিনামে ড্রাইভদুটো মাউন্ট হবে সেনামগুলো দিয়ে এন্টার চাপুন । আমার ক্ষেত্রে প্রথম ফিল্ডে লিখেছি data তারপরের ফিল্ডে windows । এগুলো লেখা হলে এরকম চেহারা হবে উইন্ডোটির ।
এখন Apply চাপুন । এরপর এনটিএফএস রিড-রাইট কনফিগ টুল ডায়লগ বক্স আসবে । সেখানে এক্সটারনাল (যদি থাকে) ও ইন্টারনাল দুটো বক্সই চেক করে দিন ।
এখন থেকে আপনার পিসিতে উবুন্টু চালু হবার সময় এনটিএফএস ড্রাইভগুলো অটোমাউন্ট হবে ।
ট্রাবলশুটিং
আমি উপরে যেভাবে বললাম সেভাবে কাজ হবার কথা । এখন কোন কারনে (সেটার সম্ভাবনা নেই বললেই চলে) ঝামেলা হলে আপনি পুরো প্রসেসটাকে ম্যানুয়ালি আনডু করতে পারবেন ।
প্রথমে আপনাকে মাউন্ট হওয়া ড্রাইভ আনমাউন্ট করতে হবে । সাধারন পদ্ধতিতে এটা হবে না । এটা করতে আপনার রুট অথরিটি থাকতে হবে । এটা করতে Alt + F2 চেপে কমান্ড লিখুন sudo nautilus । এই কমান্ডটি আপনাকে একটা রুট অথরিটিসহ এক্সপ্লোরার ওপেন করে দেবে । সেখানে বাদিকের ড্রাইভ লিস্ট থেকে ড্রাইভগুলোর পাশে ইজেক্ট বাটনে ক্লিক করলেই হবে । অন্যথা আপনি ড্রাইভ সিলেক্ট করে সেটাতে রাইট ক্লিক করে আনমাউন্ট সিলেক্ট করলেও কাজ হবে ।
এরপর ব্রাউজ করে রুট ডিরেক্টরিতে media ফোল্ডারে যান । সেখানে (আমার ক্ষেত্রে data ও windows নামে দু'টি ফোল্ডার পাবেন । ডিলিট করে দিন ওগুলো ।
এখন কমান্ড প্রমপ্ট ওপেন করে লিখুন
sudo gedit /etc/fstab
টেক্সট এডিটরে যে ফাইলটা ওপেন হবে সেখান খুঁজে দেখুন আপনি যে নাম ব্যবহার করে ড্রাইভ মাউন্ট করেছিলেন সেগুলো আছে কিনা । আমার ক্ষেত্রে আমি এরকম দু'টি লাইন দেখছি ।
/dev/sda2 /media/data ntfs-3g defaults,locale=en_US.UTF-8 0 0
/dev/sda1 /media/windows ntfs-3g defaults,locale=en_US.UTF-8 0 0
এদুটো লাইন ডিলিট করে দিন ।
উপরের স্টেপগুলো অনুসরন করে আপনি আপনার পিসিতে এনটিএফএস কনফিগ দিয়ে করা পরিবর্তনগুলো সরিয়ে পিসিকে আবারো আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন ।