আমি সেদিন ভুমিকম্পের পর এক ফ্রেন্ড
কে কল দিয়েছিলাম রাতে । ছেলে ফ্রেন্ড । জিজ্ঞেস করলাম ভুমিকম্পের সময় কই ছিল,কি করতে ছিল । ও বলল যে "বাসায় ই ছিলাম ।" আমি বললাম "বাইরে বের হস নাই ? " ও বলল "না,বের হই নাই ।" "কেন,বুজস নাই যে ভুমিকম্প হইতাছে ?" "না, বুজতাসিলাম যে ভুমিকম্প হইতাছে, বাট বাইর হইতে পারি নাই ।" আমি একটু
সিরিয়াসলি জিজ্ঞেস করলাম "কেন, বের হইতে পারস নাই কেন?" আমার ফ্রেন্ড উত্তর দিল " স্যান্ডেল খুইজ্জা পাইতাছিলাম না ।" .।.।.।.।.।
সব ঘটনা থেকেই শিক্ষা নেয়া দরকার । এই ঘটনা থেকে আমি একটি জিনিস শিখেছি এবং সবাইকে বিশেষ করে মেয়েদেরকে বলতে চাই যে বাসায় মার্জিত পোশাক পরে থাকা উচিত যেন ভুমিকম্প হলে যেকোনো সময় বাইরে যাউয়া যায় । ছেলেদের অবশ্য খুব বেশি প্রব্লেম নাই.।.।.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




