পিস TV বন্ধ করছে its OK বাংলাদেশেও star plus, star জলসা , zee বাংলা এমন আরো সব হ্যাংলা,জংলা channel গুলো বন্ধ করা দরকার । কারন যতদিন এইসব channel থাকবে সন্তান আর সংসার ফেলে মায়েরা হা করে বস্তা পঁচা serial খাবে ।
মেয়ে সন্তানেরা নায়িকাদের মত খোলা মেলা পোশাক পরতে চাইবে।ছেলেরা ওই হিন্দি নায়িকাদের দেখে মান্সিক ভাবে অস্থির থা্কবে। নোংরামি দেখবে।। শিখবে। নিজের ধর্ম ভুলে যাবে।অস্লিলতায় গা ভাসাবে
পাখি আর কিরণমালা এই ২ সিরিয়ালের জন্য কি কি হইছে আমরা ভুলি নাই ।
এইসব হ্যাংলা-জংলা চলতে থাকলে এক সময় TV থাকবে channel থাকবে তবে remote চালানোর বান্দা থাকবেনা ।
কেউ বিপথে গেলে,নিখোঁজ বা নিহত হইলে উদর পিন্ডি বুদোর ঘাড়ে দিয়া পার পাওয়া যাবে কি?বারবার?
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়
এখনই সময় সাবধান হবার। ভালো থাকুক নিরাপদে থাকুক আমার সন্তান,আর প্রিয় বাংলাদেশের সব সন্তানেরা।

সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





