আমি ভাগ্যক্রমে ফরিদপুর মেডিকেল এ পড়ি।প্রথমে আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ এডমিশন নিই। এরপর বাসার ইচ্চায় ফরিদপুর মেডিকেল এ আসি।এইখানে আসার পর দেখলাম দেশের একমাত্র সরকারি মেডিকেল কলেজ যেখানে বেশিরভাগ সময় পানি বিদ্যুত থাকেনা।সরকার কি কখন ও এই দিকে নজর দিবে না।
একটা মজার কাহিনী বলি। আমাদের নাক কান গলা বিভাগ এর সবচেযে কাজের ডাঃ শফিক স্যার বলল ফরিদপুর মেডিকেল এর সব রোগীদের আল্লাহ'র বিশেষ রহমত আছে, যদিও সব রোগীদেরকে আল্লাহ্ বাচায় রাখছে তারপর ও এই মেডিকেল এর প্রতি একটু বেশি রহমত।
১৯৯২ সালে এই মেডিকেল প্রতিষ্টার পর থেকে এখন ও নতুন কোন অপারেশন যন্ত্রপাতি সরবরাহ করা হয় নাই।সরকার আছে খালি নতুন নতুন মেডিকেল কলেজ প্রতিষ্টা।যেখানে সরকার পুরানো সব হাসপাতাল এবং মেডিকেল কলেজ ভালভাবে চালাইতে পারতেছেনা তাইলে কি দরকার এইসব ভংবাজি করার??
শেখ হাসিনা কি এই ব্লগটা কখন ও পড়বে??
না এই দেশে এ থাকবনা বাইরে চলে যাব।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




