অনেক দিন পরে পুরোনো ব্লগগুলো ঘঁাটতে গিয়ে দেখতে পেলাম 'আমার তোলা ছবিতে মানুষের সৃষ্টিশীলতা-১' নেই। তারপর শিওর হলাম যে আসলেই ব্লগটা মোছা হয়েছে কিনা, দেখলাম আসলেই তাই। এটি ছিল অন্যতম জনপ্রিয় একটি পোষ্ট। সবাই মজা পেয়েছিল। কিন্তু সেই মজাই হল কাল। প্রথমত, ছবিটি কপি করে ফেসবুকে ধুমায় ফরওয়ার্ড করা। তবে সেটি খারাপ ছিলনা। যেটা খারাপ তা হচ্ছে, আমার ক্রেডিট অন্যজন নিয়ে দৈনিক প্রথম আলোর 'রস+আলো' তে ছাপান। যেই করে থাকুন সেটা, তা আগে আমাকে জানানো উচিৎ ছিল অথবা ছাপলে আমার নামটা ব্যবহার করা উচিৎ ছিল।
এখন আসল কথায় আসি। কর্তৃপক্ষ, এটা কি ভেবে সরালেন জানিনা। কেউ কি আপনাকে বলেছে যে ছবিটা আমি তুলিনি? মোবাইল ফোনে তোলা ছবিটা এখনও মোবাইল ফোনেই আছে এবং দোকানটা কোথায় তাও আমি বলে দিতে পারব। ছবিটা ডিলিট করার আগে অথবা পরে আমাকে কোন নোটিশ পাঠানো হয়নি যে 'এই কারনে পোষ্টটি ডিলিট করা ছয়েছে'। সা.ইনের নিয়মিত ব্যবহারকারীর প্রতি এটা অবজ্ঞা নয়?
যাই হোক, 'খাইবার ক্যাফে' ছোট্ট একটি দোকান। তবে তার নামটা ছুয়েঁছি সকল বাঙালিকে। সা.ইন আশাকরি বিবেচনা করে পোষ্টটা আবার রিট্রাইভ করবেন:
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




