হাই আল্লাহ..........এই মাত্র ভূমিকম্প হলো,সামান্য হওয়াই তেমন কিছু হয়নি,কয় রিক্টার স্কেল সেটাও জানিনা,অন্য কেউ ভূমিকম্প অনুভব করলে বলেনতো.........নাকি শুধু চট্টগ্রামেই হয়েছে।
হেই আল্লাহ ভূমিকম্প থেকে আমাদের দেশকে সহ পুরো পৃথিবীকে রক্ষা করো।
আমি বিছানায় ল্যাপটপে কিছু গ্রাফিক্সের প্রজেক্ট শেষ করছিলাম,হঠাৎ অনুভব করি বিছানা দোলা দিতে শুরু করলো,(বাসাই সবাই ঘুম,রুমে আমি একা,)ভয়ে শরীর ঠান্ডা হয়ে এসেছিলো,প্রথমে মনে করেছিলাম,আমার শরীর কাপছে,ভূমিকম্পনটা বেশি সময় ধরে হওয়াই(প্রায় চল্লিশ সেকেন্ডের মত) বুঝতে দেরী হয়নি।শেষমেষ আল্লাহু আকবর বার বার বলে প্রভুকে স্বরণ করছিলাম।
হেই আল্লাহ তুমি এ ভূমন্ডলকে রক্ষা করো।
ভূমিকম্পের সময় রাত ০৩.১৪ টা..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



